English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
- Advertisement -

রোবট ইঁদুরের মাধ্যমে জীবন্ত প্রাণীর মনস্তত্ত্ব নিয়ে গবেষণা

- Advertisements -

চীনা বিজ্ঞানীদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর রোবট ইঁদুর ‘স্মুরো’ বাস্তব ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। প্লাস্টিকের দেহ, চাকার মতো পা, এবং জীবন্ত ইঁদুরের মতো ভঙ্গি নকল করার সক্ষমতা নিয়ে তৈরি এই রোবটটি আশ্চর্যজনক সামাজিক দক্ষতা প্রদর্শন করেছে। স্মুরো জীবন্ত ইঁদুরের সঙ্গে ঘোরাঘুরি করে, তাদের শরীরের ভাষা বুঝে এবং অনুরূপ আচরণ প্রদর্শন করতে সক্ষম।

গবেষণার অংশ হিসেবে রোবটটিকে বাস্তব ইঁদুরের সামাজিক মিথস্ক্রিয়ার ডেটা ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়। জীবন্ত ইঁদুরের সঙ্গে মেশার সময়, রোবটটি বিভিন্ন সংকেত রিয়েল-টাইমে বুঝতে পারে এবং সেগুলো পুনরায় প্রতিফলিত করতে পারে। গবেষণায় দেখা গেছে, জীবন্ত ইঁদুর রোবটের প্রতি আগ্রহী হয়ে উঠেছে এবং তাদের প্রতি একই ধরনের সামাজিক আচরণ করেছে, যেভাবে তারা অন্য ইঁদুরের সঙ্গে করে।

যখন স্মুরো রাগ প্রকাশ করে, তখন জীবন্ত ইঁদুর ভয় পেয়ে কাঁপতে থাকে। আবার যখন রোবট বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তখন ইঁদুরটি খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ করে। এভাবে স্মুরো জীবন্ত প্রাণীর মানসিক অবস্থায় প্রভাব ফেলতে সক্ষম।

অস্ট্রিয়ার গ্রাজ বিশ্ববিদ্যালয়ের বায়ো-হাইব্রিড সিস্টেমের বিজ্ঞানী থমাস শ্মিকল জানান, স্মুরো অসাধারণ সামাজিক দক্ষতা প্রদর্শন করেছে। এটি শুধু রোবট নয়, বরং একটি কার্যকর বায়ো-মিমেটিক ডিভাইস। স্মুরোর সক্ষমতা প্রমাণ করে, এটি জীব ও রোবটের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে পারে এবং জীবন্ত প্রাণীর মানসিক অবস্থায় পরিবর্তন আনতে পারে।

এই উদ্ভাবন শুধু ইঁদুর নয়, ভবিষ্যতে মানুষ ও যন্ত্রের মধ্যে সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোবট ও জীবন্ত প্রাণীর মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন মনস্তাত্ত্বিক তথ্য জানার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

গবেষণাটি ‘নেচার মেশিন ইন্টেলিজেন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন