English

27 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

মোবাইল ফোন ব্যবহার করে ৯১ শতাংশ মানুষ

- Advertisements -

 

বাংলাদেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে, বিশেষ করে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আইসিটি অ্যাপ্লিকেশন ও ব্যবহার জরিপ ২০২৪-২৫-এর প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৯১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এবং ৫০ শতাংশের বেশি পরিবারে ইন্টারনেট ব্যবহার করা হয়। পাঁচ বছর ও তার বেশি বয়সের মধ্যে এ জরিপ চালানো হয়।

জরিপে আরও দেখা গেছে, বর্তমানে ৯৮ শতাংশ পরিবারে কমপক্ষে একটি মোবাইল ফোন রয়েছে, যা ২০২৩ সালে ছিল ৯৭ দশমিক ৯ শতাংশ। তবে খানা পর্যায়ে স্মার্টফোন ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথম প্রান্তিকে খানা পর্যায়ে এর পরিমাণ ৭০ দশমিক ১ শতাংশে পৌঁছেছে, যা ২০২৩ সালে ৬৩ দশমিক ৩ শতাংশ এবং ২০২২ সালে ছিল ৫২ দশমিক ১ শতাংশ। একই সঙ্গে খানা পর্যায়ে টিভি মালিকানাও বেড়েছে। বর্তমানে ৬৩ দশমিক ৫ শতাংশ পরিবারে টিভি রয়েছে, যা ২০২৩ সালে ছিল ৬২ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে ২০২৩ সালে ইন্টারনেট ব্যবহারের হার ছিল ৪৩ দশমিক ৬ শতাংশ, ২০২২ সালে ছিল ৩৮ দশমিক ১ শতাংশ। শহর ও গ্রামে ইন্টারনেট ব্যবহার বেড়েছে, বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী পরিবারগুলোর ৬০ দশমিক ৩ শতাংশ শহুরে এবং ৪৬ শতাংশ গ্রামীণ।

এ ছাড়া খানা পর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার বেড়ে ৯ দশমিক ২ শতাংশ হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৮ দশমিক ৯ শতাংশ। তবে বিদ্যুতের ব্যবহার সামান্য কমেছে, ২০২৪ সালে ৯৮ দশমিক ২ শতাংশ পরিবার বিদ্যুৎ ব্যবহার করেছে, যা ২০২৩ সালে ছিল ৯৯ দশমিক ১ শতাংশ।

এই জরিপটি ২ হাজার ৫৬৮টি এলাকায় ৬১ হাজার ৬৩২টি পরিবারে পরিচালিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাস্তবায়নাধীন ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ’ একটি গুরুত্বপূর্ণ জরিপ। এর মাধ্যমে আইসিটি ব্যবহারের গুরুত্বপূর্ণ সূচক সংগ্রহ করা হচ্ছে, যা সরকারের উন্নয়ন পরিকল্পনা ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন