প্রায় এক বছর আগে গুগল, অ্যাপল, মাইক্রোসফট এবং ফিডো ঘোষণা দিয়েছিল তারা পাসওয়ার্ড ছাড়া একটি নিরাপদ প্লাটফর্ম হিসেবে অনলাইনকে নিতে চায়। সেজন্য মাল্টিফ্যাকটর অথেনটিকেশন বা পাসওয়ার্ড ম্যানেজারও চালু হয়েছিল। তবে এইসব ম্যানেজারের কিছু সমস্যা ত আছেই। কিন্তু পাস-কি সেই সমস্যা থেকে এবার মুক্তি দিতে পারে।
মূলত ক্রিপ্টোগ্রাফিক অথেনটিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর সব ডিভাইস ও অ্যাকাউন্টে এখন এক্সেস পাওয়া যাবে। ব্যবহারকারী পাসওয়ার্ড না দিয়ে বায়োমেট্রিক বা সহজ পদ্ধতিতে সব ডিভাইসে যুক্ত থাকতে পারবেন। অর্থাৎ ব্যবহারকারী তার নিজের ডিভাইসে ইনপুট দিলে তবেই অনলাইন সুবিধা পাবে। এভাবে হ্যাকাররা চাইলেও সহজে হ্যাক করতে পারছে না। এর আগে অ্যাপল গত বছর সেপ্টেম্বরে আইফোনে এই সুবিধা এনেছিল। তবে অনলাইনে তা বাস্তবায়নের বিষয়ে বেশি কিছু জানা যায়নি।