মাইক্রোব্লগিং সাইট টুইটারে চালু হয়েছে বহুল প্রত্যাশিত এডিট বাটন। এর মাধ্যমে শেয়ারকৃত টুইট সম্পাদনা ও পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি টুইটার ব্লু নামের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক টুইটে মাইক্রোব্লগিং সাইটটি জানায়, এডিট বাটন কাজ করে কিনা, সেটি নিশ্চিত করার একটি পরীক্ষা এটি। কিছুক্ষণ পরেই ওই টুইটের সম্পাদিত রূপে যোগ হলো আরো একটি বাক্য—পরীক্ষার ফল শিগগিরই জানাব আপনাদের।
এভাবেই টুইটার বহুল প্রতীক্ষিত এডিট বাটন চালু করার খবর জানাল। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে সেটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।
বেশ কয়েক মাস বেটা সংস্করণে পরীক্ষা করার পর আসা নতুন এ ফিচারের সুবিধা পাবেন কেবল টুইটার ব্লু গ্রাহকরা। টুইটারের প্রিমিয়াম গ্রাহক সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আর এতে মাসিক খরচ ৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।