English

33 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫
- Advertisement -

ইন্টারনেট বন্ধের কালাকানুন বন্ধ করে দেওয়া হবে: ফয়েজ আহমেদ

- Advertisements -

ইন্টারনেট বন্ধ করার সব কালাকানুন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ইন্টারনেট বন্ধ করার কালাকানুন বন্ধ করে দেব। অতীতে দেখেছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনিয়োগে সমস্যা দেখা দিয়েছে। আমাদের বিশ্বকে দেখানোর দরকার আছে যে, ইন্টারনেট আর বন্ধ হবে না। এটা বিনিয়োগকারীদের দেখানোর বাধ্যবাধকতা আছে, সেটা আমাদের দেখাতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, আমরা সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে যে, আইনে ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে।

গোলটেবিল বৈঠকে মোবাইল অপারেটরের শীর্ষ নেতৃত্ব, প্রযুক্তিবিদ, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন