দিন দিন বেড়েই চলেছে স্মার্টওয়াচের চাহিদা। ছোট-বড় সবাই ব্যবহার করছেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ। অ্যাপলের স্মার্টওয়াচের পাশাপাশি বাজারে আছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের স্মার্টওয়াচ। অসংখ্য স্বাস্থ্য, স্পোর্টস এবং ওয়াচ ফেস ফিচারে ঠাঁসা এসব স্মার্টওয়াচ। সঙ্গে আছে জিপিএস এবং ব্লুটুথ কলিং ফিচার।
তবে স্মার্টওয়াচ কেনার সময় কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এসময়-
কমফোর্টেবল ফিট
স্মার্টওয়াচ কেনার আগে প্রথমেই দেখে নেওয়া প্রয়োজন যে আপনি স্বাচ্ছন্দ্যে এটি পড়তে পারছেন কি না। আপনার হাতে স্মার্টওয়াচ ঠিকভাবে ফিট হচ্ছে কি না সেটাও দেখে নেওয়া প্রয়োজন। অনেকসময় স্মার্টওয়াচ খুব ভারী হয়ে গেলে পরতে অসুবিধা হয়।
ক্যাপাসিটি
স্মার্টওয়াচ কেনার সময় অবশ্যই নিশ্চিত হন যে এটি আপনার স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথে কানেক্ট করা যাবে। স্যামসাং, গুগল বা অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায় এমন স্মার্টওয়াচ কিনুন।