মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্টের উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার কমে গেছে। গত সোমবার ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে। ধারনা করা হচ্ছে ফেসবুক ভুয়া অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দিচ্ছে।
তবে ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলও, প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট প্রতিবেদন বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক ভুয়া অ্যাকান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার প্রসঙ্গে ফেসবুকের ট্রান্সপারেন্সি সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফেসবুক থেকে যতটা সম্ভব জাল অ্যাকাউন্ট সরিয়ে ফেলবে। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তাদের নীতি লঙ্ঘন করে খোলা হয়েছে।