প্রযুক্তি পণ্যের মধ্যে মোবাইলের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই এই গরমের সময় একটু সচেতনতার অভাব হলেই ঘটে যেতে পারে বিপত্তি। গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে। তাই মোবাইলের ক্ষেত্রে গরমে একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। বিপদ এড়াতে যা যা করবেন-
১. বেশিক্ষণ মোবাইল চার্জ দেবেন না। প্রতিটা ফোনের ব্যাটারির ক্ষমতার ওপর নির্ভর করে তা কতক্ষণ চার্জে দিতে হয়। তাই নির্দিষ্ট সেই ২-৪ ঘণ্টার বেশি চার্জে বসিয়ে রাখবেন না।
২. মোবাইল চার্জে দিয়ে কথা বলবেন না। এখন তাপমাত্রা এমনই গরম, মোবাইল চার্জে থাকলে গরম হয়ে যায়। তার ওপর যদি ফোন করা হয়, তাতে ব্যাটারিতে চাপ পড়ে।
৩. কোনো কাজের ব্যস্ততায় রোদে মোবাইল ফেলে রাখবেন না। ধরুন এমন কোথাও আছেন, যেখানে রোদ, হয়তো ভুলে হাতের কাছে ফোনটা রেখেদিলেন, এমনটা করবেন না। তাতে ফোনের সমস্যা বেড়ে যেতে পারে।
৪. কোনো মোবাইলের ব্যাটারি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তা জোর করে ব্যবহার করা নয়। তা দ্রুত পাল্টে ফেলুন। অনেক সময় দেখবেন মোবাইলের পেছনে কিছু অংশে ফ্লুইড বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে সচেতন থাকুন ও মোবাইল পাল্টে ফেলুন।