বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। গত ১২ সেপ্টেরম্বর অ্যাপল পার্কে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে লঞ্চ করলো আইফোন ১৫ সিরিজ। আইফোন ১৫ সিরিজে চারটি ফোন এনেছে অ্যাপল। এগুলো হলো-আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল।
আইফোন ছাড়াও এদিন নতুন ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আলট্রা ২ সামনে এনেছে সংস্থাটি। নেক্সট জেনারেশন ওয়াচ সিরিজ ৯’র একাধিক মডেল লঞ্চ করেছে অ্যাপল। এই প্রথম অ্যাপল তার স্মার্টওয়াচের জন্য ইনডেক্স ফিঙ্গার ও থাম্ব ফর ট্রু হ্যান্ডস সহযোগে ডাবল ট্যাপ জেস্চারের মতো ফিচার দিয়েছে। সংস্থার দাবি এক চার্জে ১৮ ঘণ্টা ব্যাটারি লাইফ দিতে পারে এই স্মার্টওয়াচ।
কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই সিরি রিকোয়েস্ট অন-ডিভাইস প্রসেস করা হচ্ছে। সমগ্র হেল্থ ডেটারও অ্যাক্সেস পাবে সিরি। সফটওয়্যার হিসেবে থাকছে ওয়াচওএস ১০ অপারেটিং সিস্টেম। হোমপ্যাড ইন্টিগ্রেশন, ২০০ নিটস ডিসপ্লে ব্রাইটনেস ১ নিট ডিসপ্লে ডিম ফিচারের মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে ফোনটিতে। এছাড়া দেওয়া হয়েছে ইউ২ আলট্রাওয়াইড-ব্যান্ড চিপ।