ভয়াবহ দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর আবারও যাত্রীবোঝাই করে ভৈরব স্টেশন ছাড়ল দুর্ঘটনাকবলিত ট্রেন এগারসিন্দুর। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ভৈরব স্টেশনে প্রবেশ করে ট্রেনটি। কিছু সময় স্টেশনে থেমে আবারও কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করে।
আজ সকাল ৭টা থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভৈরব স্টেশনের মাস্টার ইউসুফ গণমাধ্যমকে বলেন, ‘এগারসিন্দুর নতুন তিনটি বগি যুক্ত করে ঢাকা থেকে ফিরেছে। ১৫টি বগি নিয়ে ঢাকায় যায়। পরে ১৮টি বগি নিয়ে কিশোরগঞ্জে ফিরেছে।’
এর আগে গতকাল সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ভৈরব ত্যাগ করার সময়ে দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ২৩ জন, আহত হন শতাধিক যাত্রী। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।