English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১, ২০২৫
- Advertisement -

সিলেট মহানগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ডের ছড়াছড়ি: দূর্ভোগে নগরবাসী,নিরব প্রশাসন

- Advertisements -

সিলেট মহানগরীর যে সড়কেই যাবেন সেখানেই সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড। হাজার হাজার সিএনজি অটোরিকশা চাপায় পিষ্ট নগরবাসী। ঘর থেকে বের হলেই নগরবাসীর নিত্যসঙ্গী এখন যানজট। সমগ্র নগরীর যেন সিএনজি অটোরিক্সার নগরী হিসেবে পরিণত হয়েছে। সিলেট মহানগরীর সব গুরুত্বপূর্ণ সড়কে গড়ে ওঠা অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। বেশীরভাগ সড়কে অর্ধেকের বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা অবৈধ এসব স্ট্যান্ড সরাতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছ না কোনো কার্যকর উদ্যোগ। সিলেট সিটি কর্পোরেশন নগরীতে হকারদের বিরুদ্ধে অভিযান চালালেও এসব অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে কোন ভূমিকা নিতে দেখা যায়না।ম্যাজিস্ট্রেট নেই এই অজুহাতে অভিযান পরিচালনা করা যাচ্ছে না বলে দায় এড়ান কর্তৃপক্ষ।
অনুসন্ধানে জানা যায় সিলেট মহানগরীতে ২৩ হাজার রেজিস্ট্রেশনভুক্ত সিএনজি অটোরিকশা রয়েছে এর বিপরীতে রেজিস্ট্রেশনবিহীন কমপক্ষে ২০ হাজার সহ সমগ্র সিলেট জেলায় প্রায় ৫০ হাজার সিএনজি অটোরিকশা বিভিন্ন সড়কে চলমান রয়েছে। এদের অধিকাংশ চালকেরই নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স।
সিলেট মহানগর ঘুরে দেখা যায়, বন্দরবাজার, সুবানিঘাট, নাইওরপুল, আম্বরখানা, দর্শন দেওড়ি,রিকাবীবাজার, উপশহর,শিবগঞ্জ,টিলাগড়, চৌহাট্টা,জিন্দাবাজার, মাজার গেইট, মেজরটিলা, সুবিদবাজার, মদিনা মার্কেট, পিরেরবাজার, খাদিমনগর, বিমানবন্দর, টুকের বাজার,মেডিকেল রোড, রেলগেইট,হুমায়ুন চত্বর, তেমুখী, দক্ষিণ সুরমা, কদমতলী পয়েন্ট সহ কোন সড়ক বাদ নেই। প্রত্যেক সড়কে গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এসব স্থানে বিশৃংখল ভাবে চলাচল ও যাত্রী উঠানামা করানোর ফলে প্রতিদিনই যানজট লেগেই থাকে। একই কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হন পথচারীরাও।

দীর্ঘদিন থেকে নগরীর মোড়ে মোড়ে অবৈধ সিএনজি চালিত অটো রিক্সা স্ট্যান্ড থাকলেও সংশ্লিষ্টদের এ বিষয়ে কোনো মাথাব্যথা নেই। সংশ্লিষ্টরা নিয়মিত অভিযান পরিচালনার কথা বললেও বাস্তবে কোনো প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে না।
সম্প্রতি এসএমপি (ট্রাফিক)পুলিশের পক্ষ থেকে নগরীর কিছু এলাকার মোড়ে একাধিক সাইনবোর্ড স্থাপন করে যানবাহন পার্কিং না করতে বলা হলেও কিন্তু কে শুনে কার কথা। সাইনবোর্ড ঘেঁষেই সেখানে বহাল সারি সারি সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড। পুলিশ যেন অনেকটা নির্বিকার।সাইনবোর্ড লাগিয়ে তারা যেন দায় সেরেছেন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ নিরাপদ নিউজ ডটকমে জানান, সিএনজি-অটোরিকশা হচ্ছে একটা প্রাইভেট যানবাহন এটা কখনোই গণপরিবহন হতে পারে না। এসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দায়িত্ব ট্রাফিক বিভাগের একার নয়। এগুলো উচ্ছেদের দায়িত্ব সিলেট সিটি কর্পোরেশনের। তারা নির্ধারন করে কোথায় কে বসবে না বসবে।সিটি কর্পোরেশন আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করি।আমরা অনেক সময় উচ্ছেদ করার পরেও তারা আবার এসে বসে পড়ে।আমরা শীঘ্রই আরো কঠোরভাবে আইন প্রয়োগ করে এসব অবৈধ সিএনজি স্ট্যান্ড অপসারণ করব।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন জানান, সিলেট মহানগরীতে যানজটের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই অবৈধ সিএনজি স্ট্যান্ডগুলো। আর অদক্ষ চালক এর কারণেই দুর্ঘটনার হার অনেকাংশে বেড়ে গেছে। আমরা নিসচা মহানগরের পক্ষ থেকে বারবার প্রশাসনকে অবৈধ স্ট্যান্ড সরানোর জন্য আহ্বান জানিয়েও ব্যর্থ হয়েছি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি চালক এই প্রতিবেদককে জানান, রেজিস্ট্রেশন বিহীন সিএনজি ট্রাফিক পুলিশকে প্রতিমাসে টোকেনের
মাধ্যমে গাড়ি প্রতি ৬০০ টাকা দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন