English

20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

- Advertisements -

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বিঘ্ন হচ্ছে। কোনো কোনো স্টেশন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারছেন না। শনিবার দুপুর সোয়া ১টার পর থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।

কর্তৃপক্ষ আরো জানায়, অতিরিক্ত যাত্রীর চাপে সকালে ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ১০ মিনিট মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর সোয়া ১টার পর থেকে মেট্রো রেল চলাচলে ফের বিঘ্ন ঘটে। ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকার পর আড়াইটার দিকে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন এখনও স্বাভাবিক শিডিউলে ফেরেনি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ প্রকল্প পরিচালক মো. আহসানউল্লাহ শরিফী গণমাধ্যমকে বলেন, পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) জানিয়েছেন যে, পল্লবী থেকে মতিঝিল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। যান্ত্রিক সমস্যার কারণে কিছু বিঘ্ন হয়েছিল। উত্তরা উত্তর স্টেশনে কিছু সমস্যা আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন