নড়াইল-যশোর-কালনা সড়কের তুলারামপুর ব্রিজের মাঝে ধসে পড়েছে। ফলে সকল পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রেল লাইনের বালু সরবরাহকারী কয়েকটি ভারি ট্রাক এক সঙ্গে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি কাপতে থাকে। এ সময় মাঝের একটি স্লাবের ঢালাই খসে নদীতে পড়ে যায়। পরপরই সেতুটির পূর্বপাশে ঢালু হয়ে যায়। অবস্থা খারাপ দেখে হাইওয়ে পুলিশ ব্রিজটি আটকে দেয়।
এ অবস্থায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি- পুরাতন এই সেতু দিয়ে গত এক বছরে বালুভর্তি ভারি ট্রাক চলাচলে ব্রিজটি প্রতিনিয়তই ঝুঁকির মধ্যে চলে যাচ্ছিল।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি লাগানোর পর কিছুটা ঝুঁকি মুক্ত হবে। তারপরও বড় বাস ও ট্রাকসহ অন্য বড় পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না।