English

13 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

দুর্ঘটনা রোধে নতুন লাইনে আন্ডার-ওভারপাস সিস্টেম: রেলমন্ত্রী

- Advertisements -

দুর্ঘটনা রোধে নতুন যে সমস্ত রেল লাইন বসানো হচ্ছে সেগুলোতে আন্ডার ও ওভারপাস সিস্টেম রাখা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার এলাকায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন রেলমন্ত্রী।

এ সময় রেলমন্ত্রী আরও বলেন, ভারত বর্ডার খুলে দিলেই উদ্বোধন হওয়া ঢাকা-শিলিগুড়ি ট্রেনটি নিয়মিত চলাচল করবে।

পরে বউবাজারে শোক সভায় বক্তৃতাকালে রেলমন্ত্রী বলেন, যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তাদের পরিবারকে আমি কিছুই দিতে পারব না, সমবেদনা ছাড়া। যেন তারা শোক কাটিয়ে উঠতে পারেন।

এ সময় নিহত তিন শিশুর বাবা রেজওয়ান ও সাহসি যুবক শামীমের স্ত্রী সুমাইয়া আখতারকে রেলে চাকরির আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন