তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর মহাসড়ক ভেঙে যাওয়ায় কাকিনা-রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পানির তীব্র স্রোতে এ মহাসড়কটি ভেঙে যায়।
কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কটি পানির স্রোতে ভেঙে যাওয়ায় কাকিনা-রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ বলেন, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানিপন্দি হয়ে পড়েছে। এদিকে কাকিনার মহিপুর সেতু রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে রংপুরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান বলেন, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাশেদীন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।