English

18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট: দুর্ভোগে যাত্রীরা

- Advertisements -

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে থেমে থেমে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১০ জুন) রাত থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার (১১ জুন) দুপুর আড়াইটায় পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সড়কে আটকে থাকা যানবাহনের চালকরা জানায়, যানজট মহসড়কের গোড়াই এলাকার উভয়পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের গোড়াই এলাকায় চার লেন প্রকল্পের কাজ চলমান থাকা ও বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাতে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন চলায় মহাসড়কের ওই এলাকায় থেমে থেমে যান চলতে শুরু করে। শুক্রবার ভোরে সেই যানজট স্থায়ী হয়।

অ্যাম্বুলেন্স চালক নুর নবী জানান, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের স্কয়ার এলাকায় যানজটে আটকা পড়েন। এরপর দেড় ঘণ্টায় আট কিলোমিটার রাস্তা পারি দিয়ে মির্জাপুরে পৌঁছান। মির্জাপুর থেকে সকাল ৯টায় রোগী নিয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। এরপর চার ঘণ্টা যানজটে আটকা থেকে দুপুর ১টায় কালিয়াকৈরে পৌঁছান তিনি।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব) খন্দকার এ হাফিজ জানান, চার ঘণ্টা যানজটে আটকা থেকে অবশেষে এখন মির্জাপুরে পৌঁছেছেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোড়াই আন্ডারপাসের নির্মাণকাজ চলছে। এছাড়া যানবাহনের চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থা নিরসনে পুলিশ কাজ করছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন