রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে যাত্রীসেবা বৃদ্ধির জন্য। আমাদের টিকিটিং ব্যবস্থায় কালোবাজারি ছিল। সেগুলো আমরা পরিপূর্ণভাবে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে উদ্যোগ গ্রহণ করেছি।
রেলমন্ত্রী বলেন, রেল দিবসকে সামনে রেখে আমরা রেল সপ্তাহ পালন করছি। একটি দেশের উন্নয়ন করতে হলে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এই লক্ষ্য নিয়েই ২০১১ সালে রেলওয়েকে নতুন জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রেলের নতুন নতুন লাইন বৃদ্ধি করা হলো। যমুনা সেতুতে রেল সেতু করা হয়েছে। এতে উত্তর অঞ্চলের সাথে রেল যোগাযোগ বাড়ছে।
তিনি বলেন, সব জেলায় রেলের সম্প্রসারণ করেছি। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে যেতে পারব সেই ব্যবস্থা করছি।
যাত্রীদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেন, রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করবেন না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবে না। আপনাদেরও এগিয়ে আসতে হবে।