চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পড়েছে। এতে মহাসড়কের একপাশে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আনুমানিক চার কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রামমুখী লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (৬ মে) বিকেলে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলমগীর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। তীব্র ঝড়ে পন্থিছিলা গাছ উপড়ে পড়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আনুমানিক চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। অল্প সময়ের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, গাছ পড়ে মহাসড়কের একপাশ বন্ধ আছে। আরেক পাশের লেন চালু আছে। আমাদের কর্মীরা কাজ করছে। অল্প সময়ের মধ্যে যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে।