English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

গণপরিবহন খুলে দেওয়ার দাবি যশোর পরিবহন শ্রমিকদের

- Advertisements -

‘সরকার আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে। লকডাউনের মধ্যে গণপরিবহন বাদে অন্যান্য শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সুযোগ দিয়েছে। এ অবস্থায় আমরা পরিবহন শ্রমিকরা করোনা মহামারিতে মরবো না, আমরা না খেয়ে মারা যাবো।’ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।

সংগঠনের পুরাতন বাস টার্মিনাল কার্যালয়ে যশোর জেলায় অবস্থিত পরিবহন শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুসহ জেলার পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা মিঠু বলেন, ‘আমরা গণপরিবহন শ্রমিক সংগঠন থেকে দাবি জানাচ্ছি, আমরাও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে কাজ করতে চাই। আশা করি আমাদের যুক্তিসংগত দাবির পক্ষে সম্মতি দিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সুযোগ দিবেন।

সংবাদ সম্মেলনে কর্মহীন অসহায় শ্রমিক পরিবারের জন্য রেশনিং ব্যবস্থায় ১০ টাকা কেজি দরে চাউল ক্রয়ের ব্যবস্থা করারও দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন