ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ যারা টিকিট কিনবেন, তারা আগামী ২৬ মার্চ ভ্রমণ করতে পারবেন।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের টিকিট।
ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এ ছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।