করোনা সংক্রমণ ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় গত মাস শুরু থেকে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দেয় সরকার। বন্ধ করে দেওয়া হয় বাস-লঞ্চ-ট্রেনসহ সব ধরনের পরিবহন। তবে ৪৯ দিন পর আজ সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চলাচল করছে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না, তাই যাত্রী সংখ্যা কম। গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের এসপি আলী আহমদ খানের নির্দেশনায় বাসে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং মাস্ক ব্যবহার ও সরকারি স্বাস্থ্যবিধি মানছে কি না সেই বিষয়ে তদারকি করছেন হাইওয়ে পুলিশ। বাস কাউন্টারে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করতে না পারে সেই লক্ষ্যেও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।