সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণের দাবি উঠেছে। রোববার (২৪ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের এক মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ও সচেতনতা বৃদ্ধিতে ‘গতিসীমা মেনে চলি, দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় রোলার স্কেটিং শো। স্কেটিং শেষে অংশগ্রহণকারীরা নিরাপদে সড়ক ব্যবহার বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রচার করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইন দ্বারা যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ সড়ক দুর্ঘটনার একটি প্রধান কারণ অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে যানবাহন চালানো।
মানববন্ধন কর্মসূচিতে ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক-নার্সসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন