ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহাসড়কের ত্রিশাল মঠবাড়ি বড়পুকুর পাড় এলাকায় গ্রামের সাধারণ মানুষ এই আয়োজন করে।
শুক্রবার (২০ আগস্ট) বাদ জুমা সড়কে এই কর্মসূচিতে গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।
স্থানীয়রা জানায়, এক সপ্তাহে এই এলাকায় ৫টি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন ৭ জন। আহত হয়েছেন ২০-২৫ জন।
অনুষ্ঠানের উদ্যোক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। কেও দায়িত্ব পালন করছে না ঠিকভাবে। তাই সৃষ্টিকর্তার কাছেই এর প্রতিকার চাওয়ার জন্য রাস্তায় দোয়া মাফিলের আয়োজন করা হয়।