রুট পারমিট ও ফিটনেস ছাড়া চলাচল করায় চালকসহ ১৩টি বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
মেঘলা পরিবহন, সাভার পরিবহন, মিডলাইন পরিবহন, শুভযাত্রা, বঙ্গবন্ধু পরিবহন ও দিশারী পরিবহনের মোট ১৩টি বাস ও এক চালকের বিরুদ্ধে নেওয়া হয় এই ব্যবস্থা। তাদের জরিমানা করা হয় ২২ হাজার টাকা।
এর মধ্যে পাঁচটি বাসের ফিটনেস ছিল না। ফলে পাঁচ মামলায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে লাইসেন্স ছাড়া বাস চালানোর অপরাধে এক চালককে তিন হাজার টাকা এবং আসন সংখ্যা পুনর্বিন্যাসসহ অন্যান্য অপরাধে সাতটি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।