মেরামত হয়েছে মাত্র চারদিন। কিন্তু আবারও সেতু ভেঙে বিচ্ছিন্ন রাঙামাটি-বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।
শুক্রবার সকাল ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার চৌমোহনী কাচালং সেতুটিতে ট্রাক পারাপারের সময় সেতু ভেঙে এমন সমস্যার সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চৌমোহনী কাচালং সেতুর উপর একটি ইট বোঝায় ট্রাক পার হচ্ছিলো। এ সময় সেতুর পাটাতন ভেঙে ট্রাকের একটি অংশ নিচে ঢুকে যায়। এ সময় চালক কোন রকম নিজের জীবন রক্ষা করে ট্রাক থেকে বেরিয়ে আসে।
সেতু ভেঙে যাওয়ার কারণে মুহূর্তে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সৃষ্টি হয় যানজট।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগকে নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। ছোট যানবাহন চলাচলের জন্য নতুন সেতুর এক পাশ খুলে দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, সড়ক বিভাগের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত যানবাহন চলাচল সচল করা হবে।