English

32.4 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
- Advertisement -

রমজানে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

- Advertisements -

দুদিন পরে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজানের পুরোটা সময় কেনাকাটায় ব্যস্ত থাকেন ক্রেতারা।

ফলে মার্কেটকেন্দ্রিক এলাকাগুলোয় বাড়ে সাধারণ মানুষের চলাচল। পাশাপাশি রমজানে সন্ধ্যার আগেই কাজ শেষ করে ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে চান কর্মজীবীরা। যার ফলে রাস্তায়ও যানবাহনের চাপ বাড়ে। তাই জনভোগান্তি এড়াতে রমজান মাসে রাজধানীর রাস্তায় নতুন করে খোঁড়াখুঁড়ি না করতে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেটকেন্দ্রিক জনসাধারণের চলাচল বাড়বে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার আগেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন। ফলে রমজান মাসে রাস্তায় যানবাহনের চাপ অত্যাধিক থাকার সম্ভাবনা রয়েছে।

কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে রাস্তা কেটে রাখা হয়। যার ফলে রাস্তা সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না। এ জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীর রাস্তাসমূহে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে শুরু করা সমীচীন হবে না।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে শুরু না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন