রমজান মাসে বগুড়া শহরে মোটাচাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। রমজানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত (১৪ ঘণ্টা) ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, রমজান মাসজুড়ে যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে মোটা চাকার অটোচালকদের সতর্ক করতে শহরজুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আশা করছি, এতে করে শহরের যানজট নিয়ন্ত্রণে আসবে।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহবুবুর রশিদ জানান, শহরে যানজট ও জনদুর্ভোগ কমানোর উদ্দেশ্যে মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হবে না। সিদ্ধান্ত অনুযায়ী পিটিআই মোড় থেকে সাতমাথা, জেলখানার মোড় থেকে সাতমাথা, বিআরটিসি মোড় থেকে সাতমাথা, দত্তবাড়ি থেকে বড়গোলা, বড়গোলা থেকে সাতমাথা, চেলোপাড়া থেকে ফতেহ আলী ব্রিজ এবং টিটু মিলনায়তন থেকে সাতমাথা পর্যন্ত এসব অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে পারবে না। এসব গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগের চেকপোস্ট থাকবে।
অপরদিকে বগুড়া পৌর কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, বগুড়া শহরের পৌর এলাকা ও এর আশপাশে ১২ থেকে ১৫ হাজার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে।