ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও নেই যানজট। স্বস্তিতে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। আজ শুক্রবার (২৮ মার্চ) মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) গাজীপুর ও সাভার অঞ্চলের পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে।
যমুনা সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত বুধবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২০ হাজার ২৪১টি।এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।