মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ি ফিডার সড়কের গোয়ালবাথান এলাকার ৩০০ মিটার পাকা রাস্তা কুমার নদে বিলীন হয়ে গেছে।
ফলে হরিদাসদী-মহেন্দ্রদী, হোসেনপুর, কবিরাজপুর, নিলখি ও ইশিবপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ জেলা ও উপজেলার সঙ্গে যোগাযোগে ভোগান্তির শিকার হচ্ছেন।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। তবে কুমার নদের পানি কমতে শুরু করায় জিও ব্যাগগুলো ধসে গেছে। ফলে আবার ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার কার্পেটিং করা রাস্তা ভেঙে গেছে।
এ ব্যাপারে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার আগেই কুমার নদ সব গ্রাস করে নিল।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, সেপ্টেম্বরে রাস্তাটির অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল। আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করেছিলাম। কিন্তু পানির তোড়ে তা টেকেনি । শুকনো মৌসুম আসলে রাস্তাটি মেরামত করা হবে।