কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে পড়ে। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ ১২০ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে যাত্রা করে। লঞ্চটি মাঝ পদ্মার চ্যানেল অতিক্রম করতে গেলে ড্রেজারের পাইপে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটির। খবর পেয়ে বিআইডব্লিউটিএ অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়ায় পৌঁছে দেয়।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অন্য লঞ্চ দিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ মাসে একইভাবে তিনটি লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি লঞ্চের ড্রেজার পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন