ভোগান্তির আরেক নাম বিমানবন্দর সড়ক। সামান্য বৃষ্টি হলেই গাজীপুরের টঙ্গী থেকে গাড়ির জট লেগে যায় বনানী পর্যন্ত। গত সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় ফের ভোগান্তি বাড়ে এই সড়কে। গতকালও তীব্র যানজট লেগেছিল।
বিমানবন্দর সড়কের কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গাড়ির জট লেগে আছে। রাজধানীর মিরপুর, মহাখালী, বনানী, বাড্ডা, নতুনবাজার, কুড়িল এলকায় তীব্র যানজট দেখা গেছে। এসময় দেখা যায়, অনেক যাত্রীরা বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
নুসরাত জাহান নিশা বলেন, মহাখালী থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত তীব্র যানজট। পায়ে হেঁটে অফিসের উদ্দেশে রওনা হয়েছি। প্রায় একঘণ্টা বাসে বসে থেকে এবার হাঁটা শুরু করেছি। আরো অনেকেই হাঁটা শুরু করেছে।
আরেক অফিসযাত্রী বলেন, বাস পাচ্ছি না। মাটিকাটা থেকে যানজট শুরু। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটি বাস পেলাম। পরে দেখি রাস্তায় তীব্র যানজট। এখন প্রায় প্রতিদিনই এমন যানজট লেগে থাকে। এসব যানজট ঠেলে আমাদের প্রতিদিন অফিসে যেতে হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অশোক কুমার পাল বলেন, টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে গর্ত করে উড়ালসেতুর খুঁটি ও ড্রেন তৈরি করা হচ্ছে। বৃষ্টিতে সেই গর্তের পারের মাটি ভেঙে পড়ায় মহাসড়কের ওই অংশে ঢাকামুখী এক লেনে গাড়ি চলাচল করছে। এখান থেকেই মূলত যানজট সৃষ্টি হচ্ছে।