ধসে পড়েছে ব্রিজের উভয় পাশের সড়ক। সৃষ্টি হয়েছে বড় গর্তের। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যানবাহন। পথচারীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী রেলওয়ে স্টেশন-মুফতির বাজার-বাওনপুর সড়কের ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিন দেখা যায়, ব্রিজের উভয় পাশের সংযোগস্থলের বেশির ভাগ অংশ ধসে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। বিশেষ করে, রাতের বেলা অধিক ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয়। যদি দ্রুত ব্রিজের উভয়পাশ সংস্কার করা না হয়, তাহলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন জানান, ওই সড়ক দিয়ে ৭-৮টি গ্রামের মানুষজন প্রতিদিন যাতায়াত করেন। চলাচল করে অসংখ্য ছোটবড় যানবাহন। ব্রিজ নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় কথা বলেছি। তবে কাজের কাজ কিছুই হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, চেয়ারম্যান যদি ব্রিজের বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় উত্থাপন করে থাকেন, তাহলে ওই সভার রেজুলেশনসহ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। আশা করছি, শিগগিরই সমস্যা দূর হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন