বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় চেকপোস্ট বসিয়ে হাতে রজনীগন্ধা ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ সদস্য। মোটরসাইকেল চালকদের যারা হেলমেট পরেছেন তারা ফুলেল শুভেচ্ছার সঙ্গে পাচ্ছেন ইফতার সামগ্রী।
আর যারা পরেননি তাদের গুনতে হচ্ছে জরিমানা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে এভাবেই দায়িত্ব পালন করেন পুলিশ। এ সময় হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার।
মূলত সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা এবং সচেতনতা বাড়াতেই ব্যতিক্রমী এই অভিযান। পুলিশের কাছ থেকে ফুলেরল শুভেচ্ছা পেয়ে আনন্দিত চালকরা। অন্যদিকে যেসব চালকদের হেলমেট নেই তাদের দিতে হচ্ছে জরিমানা।
হেলমেট পরে ফুল পাওয়া শামসুল আলম ও আরিফ নামে দুজন মোটরসাইকেল চালক বলেন, দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য সব সময় হেলমেট ব্যবহার করি। আজ পুলিশের কাছ থেকে ফুলের শুভেচ্ছা পেয়ে ভালো লাগছে। পুলিশের এমন উদ্যোগে সবার মধ্যে সচেতনতা বাড়বে। নিজেদের সেফটির জন্য আমাদের সকলেরই হেলমেট পরে রাস্তায় বের হওয়া উচিত।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার জানান, যাদের মাথায় হেলমেট থাকে না সড়ক দুর্ঘটনায় তাদের জীবন বেশি ঝুঁকির মধ্যে থাকে। হেলমেট পরে যেন সবাই রাস্তায় বের হয় এজন্য ব্যতিক্রমী এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে বৈধ কাগজপত্রসহ হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ইফতার সামগ্রী দেওয়া হয়। অন্যদিকে যাদের মাথায় হেলমেট নেই তাদের জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় সচেতনতামূলক এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার।