ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। আজ রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।
এ সময় তিনি মতিঝিল শাপলা চত্বর, ফকিরাপুলে বাংলাদেশ ব্যাংক কলোনির সম্মুখে, সায়েদাবাদ জনপদ রোড মোড়ে এবং দয়াগঞ্জের জেলে পাড়া এলাকার শহীদ ফারুক রোডে অভিযান চালান। অভিযানে বিভিন্ন এলাকার বেশ কয়কটি স্থাপনা, বাস কাউন্টার ও দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সায়েদাবাদ জনপদ রোড মোড়ে ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি ও রাস্তার ক্ষতি সাধন করায় একটি মামলায় দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আসিফা খান বলেন, ‘ফুটপাত দখল করে মানুষের চলাফেরায় বাধাদান এবং রাস্তার শৃঙ্খলা ব্যাহত করায় আজ চারটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি অবৈধ কাউন্টারসহ প্রায় ২২টি স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে। ‘