English

25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
- Advertisement -

পাইলটের সামনের কাচে ফাটল, ওমান থেকে দুবাইয়ে ফেরত গেল বিমানের ড্রিমলাইনার

- Advertisements -

দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে উড়োজাহাজের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে। সেখান থেকেই তাৎক্ষণিক সিদ্ধান্তে দুবাইয়ে ফ্লাইটটি ফিরিয়ে নিয়ে যান তিনি।

ঘটনাটি গতকাল শনিবার রাতের। বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল।

বিমান বাংলাদেশ জানায়, বিমানের বিজি–৩৪৮ ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন। যাত্রীরা বর্তমানে দুবাইয়ে আছে। তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেসকিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, রেসকিউ ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১২টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। ফ্লাইটটি বিকেল ৫টায় দুবাই পৌঁছানো কথা। আটকে থাকা যাত্রীদের নিয়ে রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন