English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

নিরাপদ নিউজে সংবাদ প্রকাশের পর নন্দীগ্রামে বন্ধ থাকা রাস্তা নির্মাণের কাজ পুনরায় শুরু

- Advertisements -

মোঃ আব্দুল গফুর, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ১ হাজার ৮০০ মিটার পাকা রাস্তার নির্মাণকাজ পুনরায় শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বাজার থেকে সিংড়া উপজেলার মাসিন্দা পাকার মাথা পর্যন্ত ১ হাজার ৮০০ মিটার পাকা রাস্তা নির্মাণকাজ পুনরায় শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল রোববার সকাল থেকে রাস্তার নির্মাণকাজ শুরু করা হয়েছে। এতে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে আইআরআইডিপি-৩ এর আওতায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বাজার থেকে সিংড়া উপজেলার মাসিন্দা পাকার মাথা পর্যন্ত ১ হাজার ৮০০ মিটার কাঁচা রাস্তার মধ্যে ১ হাজার ২০০ মিটার পাকাকরণের কাজ শুরু করা হয়। এ জন্য ৮৪ লাখ ৩৪ হাজার ২০৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ও কাজ শেষ করার মেয়াদ ছিল। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মেসার্স ছন্দা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি হাতে নেয়। কিন্তু নতুন রাস্তার কাজ শুরু করার কিছুদিন পরই তা বন্ধ করে দেয় ঠিকাদার। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আর কোনো কাজ ঠিকাদার প্রতিষ্ঠানটি করেনি।

নিরাপদ নিউজ অনলাইনে গত ১২ আগস্ট – নিউজ প্রকাশিত হয় ‘নন্দীগ্রামে রাস্তা খুঁড়ে রেখে লাপাত্তা ঠিকাদার, চরম দুর্ভোগে মানুষ’ এই সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এরই প্রেক্ষিতে গতকাল ওই রাস্তা নির্মাণকাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান।

নতুন করে রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে ভ্যানচালক মমিন ইসলাম বলেন, ‘আবার নতুন করে কাজ শুরু হওয়ায় খুব খুশি হছি। ভ্যান নিয়ে চলাচল করতে আমাদের খুব কষ্ট হচ্ছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বাবু হাজী বলেন, ‘কাজের সামগ্রীর দাম বেশি ও বর্ষার কারণে বালু পাওয়া যায়নি। এ জন্য কাজ করতে দেরি হয়েছে। এখন বালু পাওয়া যাচ্ছে। আর কাজতো করতেই হবে তাই করছি।’

এ বিষয়ে ইউপি সদস্য শংকর কুমার সরকার বলেন, ‘দুর্ভোগের সংবাদটা প্রকাশ করার জন্য আপনাকে ও -নিরাপদ নিউজ কে ধন্যবাদ জানাই। নতুন করে রাস্তার কাজ শুরু করায় এলাকাবাসী খুব খুশি হয়েছেন। তবে কাজ ফেলে রেখে ঠিকাদার যেন আর না পালায় সেদিকে খেয়াল রাখতে হবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন