সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৭ ও ৮ নং ওয়ার্ডের লন্ডনি রোডের রাস্তা সংস্কার করল অগ্রণী তরুণ সংঘ। দীর্ঘ ১৫ বছর আগে সিলেট সিটি কর্পোরেশন এই রাস্তা নির্মান করার পর আর কোনো সংস্কার করা হয়নি। বার বার এই দুই ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়রের সাথে যোগাযোগ করার পরও রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। বর্তমানে রাস্তার এমন বেহাল দশার যে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। রাস্তার মধ্যে অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় লন্ডনী রোডে স্থাপিত অগ্রণী তরুণ সংঘ রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়।
১ জানুয়ারি ২১ শুক্রবার রাত ১২ ঘটিকায় শুরু হওয়া কাজ শেষে হয় ভোর ৪ ঘটিকায়। এসময় উপস্থিত ছিলেন অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু, সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, সহ-সভাপতি শাহ মোঃ লোকমান আলী, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, রফিক মিয়া, মামুনুর রশীদ চৌধুরী, আমির হোসেন প্রমুখ।
অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, দীর্ঘ ১৫ বছর আগে সিলেট সিটি করপোরেশন রাস্তা নির্মাণের পর আর সংস্কারের আর কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বারবার যোগাযোগ করার পরেও তারা কোনো ব্যবস্থা নেননি।
লন্ডন রোড এলাকার রাস্তা ও ড্রেন এর অবস্থা খুবই নাজুক। আমরা অগ্রণী তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে কিছু খানাখন্দ ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা রাখি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই এলাকার লোকজনকে চলাচলের ব্যবস্থা সুগম করে দিবেন।