“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি“ এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন উড়ানো ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় নিরাপদ দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফেষ্টুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেষ্টুন উড়ানোর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। অতিরিক্ত জেলা ম্যজিষ্টেট রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনজুর এ মোর্শেদ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি সাংবাদিক রায়হান আলম, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শফিকুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দীন খান টিপু, বিআরটিএর সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহার হোসেন, সাধারন সম্পাদক মতিউজ্জামান মতি, সিএনজি মালিক সমিতির সভাপতি আশিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সড়ক নিরাপদ রাখতে এবং সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে, সড়ক আইন মেনে চলার জন্য বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন