বর্ষা মৌসুমে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নে চলাচলের অনুপযোগী হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কার করে দেওয়া হচ্ছে। দুর্ভোগ লাঘবে এরই মধ্যে এ ধরনের ১০ টি কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে।
রাস্তাগুলো সংস্কার হওয়ায় ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন কয়েক গ্রামের মানুষ। ব্যক্তি উদ্যোগে এসব সংস্কার কাজ করছেন উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিজকুলিহার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল খালেক।
ব্যবসায়ী আব্দুল খালেক জানান, কাঁশোপাড়া ইউনিয়নের অনেক এলাকায় রয়েছে গ্রামীণ কাঁচা সড়ক। বর্ষা মৌসুমে এসব কাঁচা সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এসময় এলাকার লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হয় ।
তিনি আরো বলেন, লোকজনের ভোগান্তি লাঘবে এসব গ্রামীণ রাস্তায় ইটের ভাঙা ও রাবিশ ফেলে সংস্কার করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ইউনিয়নের খাঁপাড়া থেকে সাবেক চেয়ারম্যান মরহুম ইয়াদ আলী মন্ডলের বাড়ির রাস্তা, কুলিহার মোড় থেকে গোবিন্দপুর হাইস্কুলের রাস্তা, তেঁতুলতলি মোড় থেকে চকউলি রাস্তা, সিংগীবাজার থেকে মুক্তিযোদ্ধা সুরুত আলী মাস্টারের বাড়ির রাস্তাসহ বেশকিছু রাস্তা সংস্কার করে দেওয়া হয়েছে।
আগামিতে ইউনিয়নের অবশিষ্ট কাঁচা রাস্তাগুলো একইভাবে সংস্কার করে দেওয়া হবে। জনদুর্ভোগ কমাতে ব্যক্তি উদ্যোগে এসব কাজ করছেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা সুরুত আলী মাস্টার বলেন, ‘সিংগীবাজারের মোড় থেকে আমার বাড়ি পর্যন্ত রাস্তার অধিকাংশ এলাকা বর্ষা মৌসুমে পানি জমে থাকে। এসময় খালের পাড়ের একমাত্র রাস্তাটি দিয়ে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। রাস্তাটি সংস্কার হওয়ায় দুর্ভোগের হাত থেকে রক্ষা পেলেন এলাকার মানুষ।’