দুর্ঘটনা রোধে রেললাইনগুলোতে পাথর সরবরাহ ও যথাযথ তদারকির সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর এমপি, মো. শফিকুল আজম খাঁন এমপি, মো. সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি।
বৈঠকে রেলওয়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের শূন্য পদ পূরণের সুপারিশ করা হয়।
ঢাকা-বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ সচল করার বিষয়েও পরামর্শ দেয় স্থায়ী কমিটি। রেলওয়ে পুলিশের পদোন্নতির জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে পদোন্নতি কার্যক্রম এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন