English

20.4 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল শুরু করল মেট্রো রেল

- Advertisements -

মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছিল গতরাতে ওড়ানো কয়েকটি ফানুস। এ জন্য ঘটতে পারত দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। দুই ঘণ্টা ফানুস অপসারণের পর মেট্রো রেল চলাচল শুরু করে।

আজ রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে। 

মেট্রো রেল সূত্র বলছে, ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ ১২টার পরেও ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। তবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ১২টার দিকে যাত্রীর উপস্থিতির ওপর বিবেচনা করে। ১২টা পর্যন্ত যারা স্টেশনে উপস্থিত থাকবেন, তাদের সবাইকে ট্রেনে উঠানোর জন্য যে কয়টা ট্রিপ প্রয়োজন সে কয়বার অতিরিক্ত ট্রেন চালানো হবে।

ডিএমটিসিএল সূত্র আরো জানায়, গতরাতে ফানুসের ফলে মেট্রো রেলের বৈদ্যুতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ঢাকায় থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল মানুষের বাসাবাড়ির ছাদকেও। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপনকে। আতশবাজি আর ফানুসে ছেয়ে যায় ঢাকার আকাশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন