কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় (বিআইডব্লিউটিসি)। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিপারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন। যাত্রীবাহী বাসগুলোকে আরও ৪/৫ ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পেতে হবে বলে জানায় যাত্রী ও চালকেরা। পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে অপেক্ষা করতে হবে দুইদিন পর্যন্ত।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন বলেন, কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৯টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হবে বলে জানায় কর্তৃপক্ষ।