English

26 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
- Advertisement -

দাউদকান্দিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

- Advertisements -

আলমগীর হোসেন,দাউদকান্দি: দাউদকান্দি উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল লক্ষে আলোকপাত করা হয়। এছাড়াও যানজট নিরশনে জেলা ও হাইওয়ে পুলিশ, কমিটি পুলিশ, নিরাপদ সড়ক চাই, শ্রমিক সংগঠনগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সড়ক ও মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং সড়কের পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। উল্লেখিত বিষয়গুলো বাস্তবতায়নে সকলকে সম্মিলিত কাজ করার আহ্বান জানানো হয়।

ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আফসার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও ইশরাদ হোসাইন, জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই মোঃ শাখাওয়াত হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসা: আয়শা আক্তার, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইলিয়টগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন