থার্টিফার্স্ট নাইটে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিল চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। তার নেতৃত্বে পুলিশ ওই রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পাহাড়তলী এলাকায় চালকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে দেখা যায়, পাহাড়তলী বাজার সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর পুলিশের উদ্যোগে স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার ‘রিফ্রেশমেন্ট পয়েন্ট’-এ আপ্যায়নের প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি নানা প্রজাতির ফুল নিয়ে বসে আছেন পুলিশ সদস্যরা। সেখানে গাড়ি আসলে চালক ও সহকারীদেরকে নামিয়ে রিফ্রেশমেন্ট পয়েন্টে হাতমুখ ধোয়া, প্রয়োজনীয় আপ্যায়ন ও সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। বিদায়ের সময় থার্টিফার্স্ট নাইটে তাদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ, রজনীগন্ধা, গাঁদাসহ নানা প্রজাতির ফুল।
ট্রাকচালক আব্দুল কাদের বলেন, ‘বগুড়া থেকে এসেছি। বাড়িতে থাকলে হয়তো পরিবার পরিজনদেরকে সঙ্গে নিয়ে নতুন বছর পালন করতাম। সন্তানদেরকে নিয়া কিছু ভালো-মন্দ খাইতাম। পুলিশের পক্ষ থেকে ফুল পেয়ে আমার সব দুঃখ দূর হয়ে গেছে।’
সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘পুলিশ ও জনগণের মধ্যে ভয়ের বদলে আস্থার সম্পর্ক প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের যে ধারাবাহিক প্রচেষ্টা, সেটিকে ত্বরান্বিত করতেই এই উদ্যোগ। পারিবারিক নিয়ে সবাই নিউ ইয়ার উদযাপন করলেও দূরদূরান্তে চলাচলকারী এসব চালকদের সেই সুযোগ নেই। তাই তাদের কাছে নিউ ইয়ারের সামান্য আমেজ পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।’