গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় রবিবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। গণপরিবহন খুলে দেওয়ায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর-নবীনগর সড়কে যানবাহনের লম্বা লাইন দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সবুজ মিয়া নামে এক যাত্রী জানান, সিরাজগঞ্জ থেকে গতকাল রাতে রওনা দিয়ে এখন চন্দ্রা এসেছি। গাজীপুর পৌঁছাতে কতো সময় লাগবে জানি না।
সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, গতকাল গণপরিবহন খুলে দেওয়ায় যানবাহনের সংখ্যা বেড়ে যায়। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছুটা চাপ ছিল। এখন মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।