রাজধানীর ঢাকার জরাজীর্ণ বাস নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘ঢাকা শহরে যে বাস চলে তার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাস সুন্দর। কেন এত জরাজীর্ণ চেহারা! উত্তরের মেয়র, দক্ষিণের তাদের বলব, এই ব্যাপারটা দেখতে, আপনাদের কর্মপ্রয়াসের সাথে এটি সংগতিপূর্ণ নয়।’
আজ রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে। মুখে ‘লিপ সার্ভিস’ দিয়ে তো লাভ নেই। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেলের যে সুবিধা জাপান দিয়েছে, এখানে শব্দদূষণ নেই, অপরিচ্ছন্ন, নোংরা, ব্যবহারে মনোযোগী নই।
বাসমালিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জরাজীর্ণ বাসগুলো দেখতে কেমন! আমরা লজ্জা পাচ্ছি, আমাদের মালিক সাহেবেরা কী লজ্জা পান না, বিদেশে যান না?