চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চল।
রবিবার ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সহদেবপুর ক্রসিং এবং সহবেদপুর রেলওয়ে বস্তি কলোনী এলাকায় বিট পুলিশিং সভা হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মোতায়াল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, স্টেশন এবং রেললাইনের আশে পাশে লোকজনদের ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করে রেলওয়ে পুলিশ। এতে স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের এবং স্কুল, মাদ্রাসা পড়ুয়া বাচ্চাদের পাথর নিক্ষেপের কূফল, ভয়াবহতা সংক্রান্তে ধারণা দেয়া হচ্ছে। প্রতি সপ্তাহে এ ধরণের একাধিক সভার আয়োজন করা হয়।