English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ট্রেনের টিকেটিং সিস্টেম উন্নত করার চেষ্টা চলছে: রেলমন্ত্রী

- Advertisements -

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটি‌কে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার কমলাপুর রেলস্টেশনে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন করে চাইনিজ সাদা কোচ দিয়ে চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে ‌রেলমন্ত্রী এ কথা ব‌লেন। এ সময় রেলের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সমস্ত রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করা হ‌য়ে‌ছে। এরইমধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথকে ব্রডগেজে রূপান্তরের কাজ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

উপকূল এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে রেলমন্ত্রী বলেন, বর্তমানে রে‌লের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে, তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন