English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

ঝালকাঠিতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ জনগণের সড়ক অবরোধ

- Advertisements -

ঝালকাঠির নলছিটি-বরিশাল সড়কের কাজে ধীরগতির প্রতিবাদে বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নলছিটি-বরিশাল সড়কের কুমারখালি ব্রিজের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ। এতে করে সড়কের দুই পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্সের উদাসীনতার কারণে ২ বছর পার হয়ে গেলেও কাজের তেমন কোন অগ্রগতি হয়নি বরং ভোগান্তি বেড়েছে। সড়কের সংস্কার কাজ শুরু করে পাথর বালি ফেলে রাখায় ধুলা বালিতে নাকাল হচ্ছে পথচারীরা।

অবরোধে অংশ নেয়া লোকজন জানান, বর্তমানে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২ দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। উল্লেখ্য, ২ বছর আগে ১৬ কোটি টাকা ব্যয়ে নলছিটি বরিশাল সড়কের দপদপিয়া পর্যন্ত ৮ কিলোমিটারের কাজ শুরু হয়। কিন্তু এখনও কাজ শেষ হয়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন