ঢাকার সদরঘাট থেকে নদীপথে দক্ষিণবঙ্গের ভোলা জেলার ইলিশায়। যাওয়ার পথে জাহাজের গা লেগে পানি সরে সরে যাচ্ছিল। কেননা লঞ্চ নয়; গতিসম্পন্ন জাহাজ, স্পিডবোটের মতো গতি। মাঝপথে স্রোতের কারণে একটি ইলিশ লাফিয়ে ওঠে, আর জাহাজে দাঁড়িয়ে থাকা সেই ইলিশ ধরে ফেলেন এক যাত্রী।
ভোলার লঞ্চ নামের একটি গ্রুপেও একই পোস্ট করা হয়েছে। বিষয়টিকে অনেকেই ভাগ্যের জোর বলে মনে করছেন। কেননা ঐ পোস্টে মন্তব্যকারী এমন কয়েকজনকে পাওয়া গেছে, যারা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। এবং অন্যরা সেটাকে ভাগ্য হিসেবে চিহ্নিত করেছেন।
অবশ্য কেউ কেউ বিষয়টিকে উড়িয়ে দিতে চাইছেন, বলছেন ইলিশ আবার লাফাতে পারে নাকি? তবে জাহাজ কর্তৃপক্ষ বলছে, এমন ঘটনা প্রায়ই ঘটে।